Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আটটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব ও শিক্ষক নিয়োগ কমিটির সদস্য মাসুদ আকতার খান।

এর আগে নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছিল। প্রথম ধাপে ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদে বিজ্ঞপ্তি জারি করা হয়। একযোগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ সালের শুরুতে ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।