Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়। মালিকদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও এএসআই ইকবাল হোসেন এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৬ সালের ২০ জানুয়ারি পল্টন মডেল থানার সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে উদ্ধারকৃত ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার ফারাবী ও থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানা সূত্রে জানা যায়, এর আগেও গত এক বছরে পল্টন থানা ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে।

ফোনগুলো দ্রুত ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।