Web Analytics

শাওমি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভারে ব্যবহৃত মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ায় বিশ্ববাজারে চিপের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আগামী বছর স্মার্টফোনের খুচরা দাম আরও বাড়তে পারে। শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ চাপ চলতি বছরের তুলনায় বেশি হবে এবং দাম বাড়ানো হলেও তা খরচ সামাল দিতে যথেষ্ট নয়। স্যামসাংসহ বড় নির্মাতারা এখন উচ্চগতির মেমোরি উৎপাদনে জোর দিচ্ছে, ফলে মোবাইল চিপের সরবরাহ কমছে। তৃতীয় প্রান্তিকে শাওমি ৪ কোটি ৩৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ বেশি। ওই সময়ে কোম্পানির আয় দাঁড়ায় ১১ হাজার ৩১০ কোটি ইউয়ান, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কিছুটা কম। তবে নিট মুনাফা ৮০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ১৩০ কোটি ইউয়ানে পৌঁছেছে, যার এক-চতুর্থাংশ এসেছে ইভি, এআই ও নতুন উদ্যোগ থেকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।