ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে, কোনো চাপ বা হুমকির মুখেও ইরান নতি স্বীকার করবে না। অভিজাত কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে নিহত শহীদ কমান্ডারদের দেখানো পথ অনুসরণ করেই ইরান এগিয়ে যাবে।
তিনি সোলাইমানিকে সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো এক রোল মডেল হিসেবে বর্ণনা করেন এবং প্রতিশ্রুতি দেন যে, শহীদদের দেখানো পথে ইরান দৃঢ়ভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, জাতি, বিপ্লব ও দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে ইরান প্রস্তুত। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন।
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে গণতন্ত্র ও স্বাধীনতার অজুহাতে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে’ জড়িত থাকার অভিযোগে তীব্র সমালোচনা করেন। তার বক্তব্যে ইরানের প্রতিরোধ ও দৃঢ় অবস্থানের বার্তা পুনর্ব্যক্ত হয়।