কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের লোকসভা কমিটি জানিয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ১৯৭১ সালের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। কমিটি বলেছে, এই পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে এবং সরকারকে একাধিক নীতিগত সুপারিশ দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে, যা ভারতের প্রভাব কমিয়ে দিতে পারে। চীনের উপস্থিতি বিশেষভাবে বেড়েছে মংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমানঘাঁটি ও পেকুয়া সাবমেরিন ঘাঁটির মাধ্যমে। কমিটি আরও জানায়, আগে নিষিদ্ধ জামায়াতে ইসলামী এখন নির্বাচনে অংশ নিতে পারবে, অথচ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে—যা নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে।
কমিটি সুপারিশ করেছে, বাংলাদেশে কোনো বিদেশি শক্তিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়া ঠেকাতে কঠোর নজরদারি এবং উন্নয়ন ও বন্দর সুবিধায় বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দেওয়ার। বিশ্লেষকদের মতে, প্রতিবেদনটি ভারতের আঞ্চলিক নীতিতে পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিচ্ছে।