Web Analytics

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহিদদের মধ্যে ৮৭ দশমিক ১৩ শতাংশ শহিদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় গত বছরের ১০ সেপ্টেম্বর। তখন থেকে এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দিতে পেরেছি। আইনি জটিলতায় ১০০ জন শহিদ পরিবারের সহায়তা আটকে রয়েছে। এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে, যা মোট আহতের ৩৮ দশমিক ৩৯ শতাংশ। আহতদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েও আগাচ্ছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।