Web Analytics

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শনিবার সকালে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে থালতামাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া গ্রামের সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দারিয়াপুর উত্তর মণ্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) সকালে আলুর জমিতে সেচ দিতে মোটরসাইকেল নিয়ে বের হন এবং পথে প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজারকে (৫৫) সঙ্গে নেন। দারিয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই আজিজার মারা যান এবং গুরুতর আহত সুইটকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে দুর্ঘটনার কারণ নির্ধারণে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।