Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে ময়মনসিংহের শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যা থেকে বলা যায় নির্বাচনে সমান সুযোগ নেই। ছোট-বড় সব দলের জন্যই সমান সুযোগ রয়েছে এবং নির্বাচনি পরিবেশ ভালো রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনাকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন। এর আগে সকালে তিনি ময়মনসিংহের জুবলী রোডে বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।

প্রেস সচিব জানান, সরকার নির্বাচনি পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।