Web Analytics

ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখল ও আক্রমণে পিছিয়ে থেকেও স্বাগতিকরা জয় পেয়েছে ডেনমার্কের লেফট ব্যাক প্যাট্রিক ডোরগুর একমাত্র গোলে। ম্যাচের ২৪তম মিনিটে কর্নার থেকে দালোতের থ্রো-ইন বিপদমুক্ত করতে ব্যর্থ হয় নিউক্যাসল, আর সেই সুযোগে ডি বক্সে বাঁ পায়ের ভলিতে গোল করেন ডোরগু। এটি ছিল ইউনাইটেডের হয়ে তার প্রথম গোল এবং কোচ রুবেন আমোরিমের অধীনে দলের তিন ম্যাচ পর প্রথম জয়। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানইউ।

নিউক্যাসল ম্যাচে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ব্রুনো গিমারাইসের হেড রুখে দেন গোলরক্ষক সেন লামেন্স, আর লুইস হল ও লুইস মাইলি দুজনই গোলের সুযোগ নষ্ট করেন। ডোরগু ৩৪ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেলেও তার শট ঠেকিয়ে দেন অ্যারন রামসডেল। শেষ পর্যন্ত রেড ডেভিলরা এক গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে।

এই জয়ে ড্র ও পরাজয়ের ধারা থামিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে নিজেদের অবস্থান মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।