কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার সময় নয়জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম। তিনি জানান, স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দিয়ে আটক করে নিয়ে যায়।
স্থানীয় জেলে মো. বেলাল জানান, শাহপরীরদ্বীপের ডাঙরপাড়া এলাকার ওই জেলেরা দুটি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরছিলেন। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ইউএনও বলেন, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঘটনাটি সীমান্তবর্তী সাগর এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, আটক জেলেদের উদ্ধারে কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে উদ্যোগ নেওয়া হতে পারে।