চট্টগ্রাম নগরের অপরাধ জগতে বহু বছর ধরে টিকে আছে এক বিশেষ সংস্কৃতি—ডাকনাম। এখানে অপরাধীদের আসল নামের চেয়ে ভয় জাগানিয়া ডাকনামই বেশি পরিচিত। কেউ ‘গুলিবাপ্পা’, কেউ ‘চাপাতি ফারুক’, আবার কেউ ‘ভাগিনা’ নামে পরিচিত। সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে অন্তত ১৫ জনের পরিচয় শুধুই ডাকনাম। শহরের গলি-নির্ভর জীবনধারা, কিশোর গ্যাং ও স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক থেকেই এসব নামের উৎপত্তি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, ‘বার্মা সাইফুল’ নামের এক অপরাধীর বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, এবং তার আসল নামের চেয়ে ডাকনামই বেশি পরিচিত। নিরাপত্তা বিশ্লেষক এম শাহীদুজ্জামান মনে করেন, ডাকনাম অপরাধীদের জন্য অস্ত্রের মতো কাজ করে—এটি ভয় সৃষ্টি, প্রতিপক্ষ নিয়ন্ত্রণ ও পুলিশের চোখ এড়ানোর কৌশল।
চকবাজার, সদরঘাট, বন্দর ও পাহাড়তলীসহ পুরোনো শহরের এলাকাগুলোতে এই সংস্কৃতি এত গভীরে প্রোথিত যে অনেকের আসল নাম কেউ জানে না। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে পরিচয় মেলাতে সময় ও জটিলতা বাড়ছে।