ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৫ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দেড়টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।