সোমবার বিকাল চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিটু দাশকে (৪৫) গ্রেফতার হয়েছেন। ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, টিটু দাশ আইনজীবী আলিফ হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক ও ভাঙচুরের আইনেও মামলা রয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় দাশের বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে আদালত চত্বরে হওয়া সংঘর্ষে আইনজীবী আলিফ নিহত হন।