Web Analytics

জার্মান উপ-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল সোমবার চীনে উচ্চপর্যায়ের আর্থিক আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। এটি নতুন জার্মান সরকারের কোনো মন্ত্রীর প্রথম চীন সফর, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে হচ্ছে। সম্প্রতি চীনের রেয়ার আর্থ রপ্তানি নিয়ন্ত্রণ জার্মান অর্থনীতির চীনের ওপর নির্ভরতা স্পষ্ট করেছে, বিশেষত অটোমোবাইল খাতে। পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুলের বাতিল হওয়া সফরের পর এই সফরকে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ক্লিংবাইল বলেছেন, “আমাদের চীন সম্পর্কে নয়, চীনের সঙ্গে কথা বলা উচিত,” তবে তিনি সতর্ক করেছেন যে তাইওয়ানে কোনো সামরিক পদক্ষেপ জার্মানির অবস্থান বদলে দিতে পারে। জার্মান সংসদ ইতিমধ্যে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিশন গঠন করেছে। এই সফরের ফলাফল নির্ধারণ করবে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস শিগগিরই চীন সফরে যাবেন কি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।