Web Analytics

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার একটি জুতার কারখানায় শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কাজ শুরু করে এবং রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি একটি চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-১) মো. এনামুল হক জানান, দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি। তদন্ত শেষে ফায়ার সার্ভিস বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।