Web Analytics

ভোলা জেলার সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের দাবিতে বরিশালে বসবাসরত ভোলাবাসীরা সোমবার সকালে অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করেন। তারা বলেন, নদীপথের ওপর নির্ভরশীলতার কারণে প্রতিদিনই ভোলার মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়, বিশেষ করে দুর্যোগকালীন সময় ও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে। বিএম কলেজের শিক্ষার্থীরা জানান, ভোলায় বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, যার সামান্য অংশ দিয়েই সেতু নির্মাণ সম্ভব। তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে সেতু নির্মাণের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে আলোচনায় থাকলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।