Web Analytics

বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে দুই দশকের রাজনৈতিক সম্পর্কের অবসান ঘোষণা করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ ঘোষণা দেন। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই বিএনপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মসূচি বন্ধ করা হয়েছে।

লেবার পার্টির নেতারা অভিযোগ করেন, বিএনপি শরিক দলগুলোর প্রতি অবজ্ঞা, অসম্মান ও বেইমানিপূর্ণ আচরণ করেছে। তারা বলেন, আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গের পাশাপাশি বিএনপি এককভাবে নির্বাচনে যাওয়ার চেষ্টা করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিতর্কিত ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের মনোনয়ন দেওয়াকেও তারা ‘টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য’ বলে অভিহিত করেন।

দলটি জানিয়েছে, এখন থেকে তারা নিজস্ব আদর্শ ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।