বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে দুই দশকের রাজনৈতিক সম্পর্কের অবসান ঘোষণা করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ ঘোষণা দেন। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই বিএনপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মসূচি বন্ধ করা হয়েছে।
লেবার পার্টির নেতারা অভিযোগ করেন, বিএনপি শরিক দলগুলোর প্রতি অবজ্ঞা, অসম্মান ও বেইমানিপূর্ণ আচরণ করেছে। তারা বলেন, আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গের পাশাপাশি বিএনপি এককভাবে নির্বাচনে যাওয়ার চেষ্টা করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিতর্কিত ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের মনোনয়ন দেওয়াকেও তারা ‘টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য’ বলে অভিহিত করেন।
দলটি জানিয়েছে, এখন থেকে তারা নিজস্ব আদর্শ ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করবে।