Web Analytics

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করে সমাধান ও ন্যায়ের পথে বিশ্বাসী। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে কোনো বাংলাদেশিকেই রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, সে সরকারপন্থী হোক বা বিরোধী।

তারেক রহমান বলেন, গত ১৬ বছর দেশ এক অন্ধকার সময় পার করেছে, যেখানে ভয়, মিথ্যা মামলা ও নিপীড়ন ছিল নিত্যদিনের বাস্তবতা। তিনি নিজের বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ধৈর্য ও গণতান্ত্রিক প্রতিরোধের প্রতীক। বিএনপি যে কষ্ট সহ্য করেছে, তা যেন অন্য কারও জীবনে না আসে—এই শিক্ষা তিনি দিয়েছেন।

তিনি আহ্বান জানান, এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সবার জন্য নিশ্চিত থাকবে, এবং ন্যায়, জবাবদিহি ও ক্ষমাশীলতার ভিত্তিতে জাতি পুনর্গঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।