Web Analytics

শনিবার মিনিয়াপোলিসে হাজারো মানুষ রাস্তায় নেমে ৩৭ বছর বয়সী তিন সন্তানের মা রেনি নিকোল গুডকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসি) এজেন্টের গুলিতে হত্যার প্রতিবাদ জানায়। এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিকীকৃত অভিবাসন নীতির বিরুদ্ধে পরিকল্পিত এক হাজারেরও বেশি সমাবেশের অংশ ছিল। বিক্ষোভকারীরা “অ্যাবোলিশ আইসি” ও “নো জাস্টিস, নো পিস” স্লোগান দেয়, আর মিনেসোটা নেতারা শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান। ভিডিও ফুটেজে দেখা যায়, গুড গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন, যা কর্মকর্তাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক।

ইন্ডিভিজিবল নামের সামাজিক আন্দোলন সংগঠন জানায়, টেক্সাস, কানসাস, নিউ মেক্সিকো, ওহাইও ও ফ্লোরিডাসহ বিভিন্ন রাজ্যে শত শত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। “আইসি আউট ফর গুড” নামে এসব সমাবেশে আইসির সহিংসতার শিকারদের স্মরণ ও জবাবদিহি দাবি করা হয়। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে জানান, রাতে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ বজায় রাখার আহ্বান জানান। মিনেসোটার তিন কংগ্রেসওমেন ইলহান ওমর, কেলি মরিসন ও অ্যাঞ্জি ক্রেগকে মিনিয়াপোলিসের আইসি ভবনে প্রবেশে বাধা দেওয়া হয়, যা তারা কংগ্রেসীয় তদারকিতে বাধা হিসেবে উল্লেখ করেন।

ঘটনাটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং স্থানীয় কর্তৃপক্ষ মিনিয়াপোলিস থেকে আইসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।