Web Analytics

হাসিনা পতনের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা বেড়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংশোধনী প্রস্তাবনায়, সরকারি কর্মচারীরা দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গ করলে, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় না গিয়ে, তাদেরকে দ্রুত বরখাস্ত করার বিধান আনা হচ্ছে। অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, বর্তমান প্রক্রিয়ায় শাস্তি পর্যন্ত যেতে পাঁচ বছর পর্যন্ত লেগে যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।