Web Analytics

বান্দরবান আলীকদমের সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণের ৯ দিন পর মিয়ানমারের মাদক চোরাকারবারিদের হাত থেকে মুক্তি পেয়েছেন দুলাল মিয়া। রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় ২৫ লাখ টাকা মুক্তিপণ ছাড়াই তাকে ফেরত দেওয়া হয়। জানা গেছে, দুলাল মিয়াকে গত ৩ জুন দুপুরে গর্জনপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। তার সঙ্গী মোহাম্মদ জয়নালকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি পালিয়ে আসতে সক্ষম হন। এ প্রসঙ্গে কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, অপহরণকারীরা দাবি করেছে, পূর্বে আলীকদমের কয়েকজন নাগরিক ২৫ লাখ টাকার ইয়াবা চেতনানাশক দিয়ে ছিনতাই করে নেয়। সেই ঘটনার প্রতিশোধ এবং অর্থ উদ্ধারের উদ্দেশ্যে দুলালকে গরু বিক্রির ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।