Web Analytics

২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভে নিহত ও আহতদের পরিবার চার বছর পরও ন্যায়বিচারের আশায় দিন গুনছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ১৭ মুসল্লি নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর ৫৪টি মামলা হলেও প্রকৃত দায়ীদের কেউ এখনো বিচারের মুখোমুখি হয়নি।

ঘটনার পর পুলিশ ১০ হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষ ও আলেমকে আসামি করে, যার ফলে বহু ইমাম ও মাদরাসা শিক্ষক চাকরিচ্যুত ও গ্রেপ্তার হন। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করে যে তারা ন্যায়বিচারের পরিবর্তে হয়রানির শিকার হয়েছেন। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের অধীনে তদন্ত শুরু হলেও অগ্রগতি ধীরগতির।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে, যেখানে সাবেক এমপি ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।