Web Analytics

বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৫০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। শিবাম দুবের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও ভারতের জয় আসেনি। দুবে ২৩ বলে ৭ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৬৫ রান করেন এবং ইশ সোধির এক ওভারে ২৮ রান তোলেন। তবে ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৬৫ রানে অলআউট হয়। রিংকু সিং ৩৯ ও সঞ্জু স্যামসন ২৪ রান যোগ করেন দলের পক্ষে।

এর আগে নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টিম সেইফার্ট দলকে দুর্দান্ত সূচনা এনে দেন, যথাক্রমে ৪৪ ও ৬২ রান করেন তারা। ড্যারিল মিচেল ১৮ বলে অপরাজিত ৩৯ রান করে দলকে ২০ ওভারে ২১৫ রানে পৌঁছে দেন। ভারতের হয়ে অর্শদীপ সিং ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ৩/২৬ ও জ্যাকব ডাফি ২/৩৩ নেন।

এই জয়ের পরও ভারত সিরিজে ৩–১ ব্যবধানে এগিয়ে আছে। ম্যাচসেরা নির্বাচিত হন টিম সেইফার্ট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।