Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করে, তবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, কানাডা যদি চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের “ড্রপ-অফ পোর্ট” হিসেবে কাজ করে, তবে এর পরিণতি হবে ভয়াবহ।

২০২৪ সালে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি যুক্তরাষ্ট্রনেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় “ভাঙন” তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। গত সপ্তাহে বেইজিং সফরে তিনি চীনের সঙ্গে “নতুন কৌশলগত অংশীদারত্ব” ও শুল্ক কমানোর লক্ষ্যে একটি প্রাথমিক বাণিজ্য সমঝোতার ঘোষণা দেন। ট্রাম্প এ পদক্ষেপকে বিপজ্জনক বলে সতর্ক করেন এবং কার্নিকে “গভর্নর” বলে সম্বোধন করেন।

কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঁ বলেন, চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়, বরং এটি কেবল কিছু শুল্কসংক্রান্ত সমস্যার সমাধান। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা অব্যাহত থাকলে দুই দেশের অর্থনীতিতে বড় অনিশ্চয়তা দেখা দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।