Web Analytics

বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে দ্বিতীয় ধাপে একযোগে আরও আটটি জেলায় ই–বেইলবন্ড সেবা চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। নতুনভাবে সেবা চালু হওয়া জেলাগুলো হলো মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর। এর আগে নারায়ণগঞ্জ জেলায় এ সেবা চালু হয়েছিল এবং সফলভাবে পরিচালিত হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ই–বেইলবন্ড চালুর ফলে অনলাইনে বেইলবন্ড দাখিলের মাধ্যমে এক ঘণ্টার মধ্যেই একজন আসামিকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। এতে সময় ও ব্যয় উভয়ই কমছে এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। ড. আসিফ নজরুল জানান, অনলাইন ব্যবস্থায় কে, কখন স্বাক্ষর করেছেন তার পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকবে, ফলে ইচ্ছাকৃত বিলম্বের সুযোগ থাকবে না।

তিনি আশা প্রকাশ করেন, ধাপে ধাপে দেশের ৬৪টি জেলায় ই–বেইলবন্ড সেবা চালু করা হবে এবং আগামী ছয় মাসের মধ্যেই এটি সারাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।