ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাসকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।