চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে পুলিশ। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে চাঁদপুরের জনতা ব্যাংক শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করে। সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই দুদকে অভিযোগ হস্তান্তর করা হবে।