সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
চীনের গুরুত্বপূর্ণ গাওকাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এআই ফিচার বন্ধ করে দিয়েছে। ১.৩ কোটির বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এই চার দিনের পরীক্ষায়। বাইটড্যান্সের ডুবাও, ডিপসিক, টেনসেন্টের ইউয়ানবাও, আলিবাবার কুয়েন ও কিমি-র মতো প্ল্যাটফর্মগুলো প্রশ্নোত্তর ও ছবি চিনতে পারার মতো সুবিধা স্থগিত করেছে। পরীক্ষার নিরাপত্তায় আরও নেওয়া হয়েছে বায়োমেট্রিক স্ক্যান, এআই নজরদারি ও সিগন্যাল ব্লকার ব্যবস্থাও। পরীক্ষার্থীদের সুবিধায় শহরগুলো ট্রাফিক সুবিধা ও অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।