Web Analytics

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিভ্রান্তিকর প্রচার’ মন্তব্যের জবাবে বাংলাদেশ রবিবার এক বিবৃতিতে জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ২০ ডিসেম্বরের বিক্ষোভ ছিল অযৌক্তিক ও দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভের বিষয়ে হাইকমিশনকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি এবং ঘটনাটি হাইকমিশনের কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর দেওয়া এই বিবৃতিতে বাংলাদেশ সরকার ভারতকে স্মরণ করিয়ে দেয় যে, তারা বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে ঢাকা ভারতের সেই প্রচেষ্টাকেও প্রত্যাখ্যান করে, যেখানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এক নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলাকে সংখ্যালঘুদের ওপর হামলা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আন্তঃসম্প্রদায় সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি দেশের দায়িত্ব। এই কূটনৈতিক প্রতিক্রিয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যকে নতুনভাবে আলোচনায় এনেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।