Web Analytics

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল জানতে পারে যে কাউয়ারখোপ ইউনিয়নের মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় মেহেদী হাসান (২০) ও জসিম উদ্দিন (২২) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা।

অভিযানে ধারালো কিরিচ, ছুরি, দা, লোহার হাতুড়ি, চাইনিজ কুড়াল, তালা কাটার যন্ত্র, প্লাস ও চেইনযুক্ত লোহার বিশেষ যন্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।