বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রীধারীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি গঠনের প্রতিবাদসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে রুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে নগরীর জিরোপয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টার মতো সেখানে অবস্থান করেন তারা। শিক্ষার্থীরা জানান, অভ্যুত্থানের মাধ্যমে দেশে কোটা ব্যবস্থার অবসান ঘটেছে। কিন্তু সেই কোটা প্রথা বহাল রাখার দাবি করছে ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরা। এমনকি দেশকে অস্থিতিশীল করতে সড়ক ও রেল অবরোধ করে জনভোগান্তিও তৈরি করছে তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিএসসি এবং ডিপ্লোমাধারীদের দ্বন্দ্ব নিরসনে প্রস্তাবিত ৬ সদস্যের কমিটি বাতিল, সচিবালয়ে উপাচার্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের বিচার নিশ্চিত ও কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।