Web Analytics

রাজধানীর মিরপুরের পীরেরবাগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় বৈঠক চলাকালে মহিলা জামায়াত নেত্রীদের বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে জামায়াত ও শিবির কর্মীরা উদ্ধার করতে গেলে হামলার শিকার হন এবং অন্তত ১৬ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয় এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই হামলা নির্বাচন বাধাগ্রস্ত করা ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান এবং প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।