Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার কামরানিরচর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সততা এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।

এই অভিযান স্থানীয় প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।