Web Analytics

সৌদি আরব শুক্রবার সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র সাম্প্রতিক সফরের তীব্র নিন্দা জানিয়েছে। ২১টি দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে সৌদি আরব এই সফরকে “অবৈধ” আখ্যা দিয়ে বলেছে, এটি সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত রীতি ও জাতিসংঘ সনদের পরিপন্থি।

বিবৃতিতে সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলা, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কূটনৈতিক রীতিনীতি অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। যৌথ বিবৃতিতে ইসরাইলকে সোমালিয়ার সার্বভৌমত্ব সম্মান করা ও সোমালিল্যান্ডকে দেওয়া স্বীকৃতি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

গত ২৬ ডিসেম্বর ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া সোমালিল্যান্ডকে এখন পর্যন্ত কেবল ইসরাইলই স্বীকৃতি দিয়েছে, যা সোমালিয়া ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।