Web Analytics

সুজনের জরিপে দেখা গেছে, উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতিতে আসন বণ্টনের পক্ষে ৭১% মানুষ মত দিয়েছেন। ২০২৫ সালের মে-জুলাইয়ে ১,৩৭৩ জনের মতামত ও ১৫টি নাগরিক সংলাপের ভিত্তিতে জরিপটি করা হয়। এতে ৬৯% দ্বিকক্ষ আইনসভার পক্ষে এবং ৮৭% একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদনেতা না হওয়ার প্রস্তাব সমর্থন করেছেন। নিম্নকক্ষে ঘূর্ণমান পদ্ধতিতে নারী আসন সংরক্ষণের পক্ষে ৬৩% এবং উচ্চকক্ষে ৩০টি নারী আসন সংরক্ষণের পক্ষে ৬৯% মত দিয়েছেন। নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬% এবং উচ্চকক্ষে এ পদে বিরোধী দলের মনোনয়ন চান ৮২%। নির্বাচনকালে নির্বাহী বিভাগের ভোট প্রভাবিতকারী কার্যক্রমে নির্বাচন কমিশনের অনুমতি বাধ্যতামূলক করার পক্ষে ৮৭% মানুষ একমত। ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ইসি সার্টিফিকেট প্রকাশের পক্ষে ৮৬% এবং নির্বাচনি ব্যয় নিরীক্ষণ ও অসত্য তথ্য দিলে প্রার্থিতা বা ফলাফল বাতিলের পক্ষে ৮৮% মত দিয়েছেন। সর্বোচ্চ ৯২% মনে করেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্তদের দলীয় সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।