পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫ ও ২৭ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী খারেজিদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে ৭১ জনকে হত্যা করা হয়েছে। রোববার ও সোমবারের অভিযানে নতুন করে আরও ১৭ জন নিহত হয়েছেন। এর আগের দুদিনের অভিযানে ৫৪ জন নিহত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।