ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রেখেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে হুমকিও দিয়ে রেখেছে, ইরান তার পরমাণু কার্যকর থেকে সরে না আসলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এরমধ্যে শনিবার পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই বৈঠকে বসার আগেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে গত বছর থেকেই উপসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে আর এক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। মার্কিন দাবি, একই উদ্দেশ্যে পাঠানো হয়েছে!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।