রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ; লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন; পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ; বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন; হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন; ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন; চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন; নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন; হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন। পরে নাটোরের উদ্দেশে রওয়ানা হন আসিফ মাহমুদ। সেখানে মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন।