সিরিয়ার ভেতরে রাডার সিস্টেম মোতায়নের মাধ্যমে তুরস্ক তার উপস্থিতি জোরদার করছে বলে পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আই২৪নিউজ জানিয়েছে। এই পদক্ষেপের ফলে সিরিয়ার আকাশসীমায় ইসরাইলের স্বাধীন চলাচল উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হতে পারে এবং ইরানসহ অন্যান্য অঞ্চলে অভিযানের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় তুর্কি রাডার স্থাপনের ফলে তুরস্ক ইসরাইলি বিমানের গতিবিধি ট্র্যাক করতে পারবে। এমনকি ইরাক বা ইরানে মিশনে যাওয়ার পথেও ইসরাইলি বিমান তুরস্কের নজরদারিতে পড়বে। ইসরাইলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা একটি ‘সম্ভাব্য হুমকি’, যা ইসরাইলের কর্মকাণ্ডের স্বাধীনতাকে সীমিত করতে পারে।
এই পরিস্থিতি সিরিয়াকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যেখানে তুরস্ক ও ইসরাইল উভয়েই নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।