ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর উপর ‘রাজনৈতিক নিপীড়নের’ অভিযোগ তুলে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার আদালতের মিত্র ও আত্মীয়দের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা দমনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। ব্রাজিলে চলমান তদন্তে আদালত বোলসোনারোকে নজরদারির আওতায় এনে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করেছে এবং তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে। বোলসোনারো এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ব্রাজিলের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে।