সরকারি-বেসরকারি কলেজগুলোয় পবিত্র ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এবার সরকারি ও বেসরকারি কলেজগুলোয় ১০ দিনের ছুটি ছিল। জানা গেছে, শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন, মাধ্যমিক বিদ্যালয় ২২ জুন, মাদ্রাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে।