ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিস্ফোরণ মামলায় প্রধান আসামি শেখ আল আমিনের আশ্রয়দাতা আহসান উল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম দশ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তার দাবি, পলাতক আল আমিন বিস্ফোরণের পর আহসান উল্লাহর কাছে আশ্রয় নেন এবং তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর সকালে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে দেয়াল ও ছাদের অংশ ধসে পড়ে। পরে সিআইডি, এন্টি টেররিজম ইউনিট, র্যাব ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে প্রায় ৪০০ লিটার তরল রাসায়নিক, বোমা তৈরির সরঞ্জাম ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এর আগে ২৭ ডিসেম্বর গ্রেপ্তার ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়। তদন্তে পলাতক আল আমিনসহ অন্যান্য জড়িতদের শনাক্তের কাজ চলছে।