Web Analytics

এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করার জন্য। ইসির এক কমিশনার জানিয়েছেন, সাক্ষাতের দুয়েকদিন পরই তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে ৭ ডিসেম্বর কমিশনের অভ্যন্তরীণ সভায় সময়সূচি নিয়ে আলোচনা হবে। ইসি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে একসঙ্গে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মক ভোটিংও অনুষ্ঠিত হয়েছে। একই ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে বলে ভোটের সময় বাড়ানো ও বুথের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন কমিশন সভায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।