ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস সোমবার (৮ ডিসেম্বর) নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (সিএআইআর) এবং মুসলিম ব্রাদারহুডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে, রাজ্যের কোনো সরকারি সংস্থা বা মন্ত্রিসভা–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই দুই সংগঠন বা তাদের সহযোগীদের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না। টেক্সাস অঙ্গরাজ্য গত মাসে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল।
সিএআইআর এই ঘোষণাকে অসাংবিধানিক ও মানহানিকর বলে আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে। অন্যদিকে প্রায় এক শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড দাবি করে, তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ইসলামভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী।
ফ্লোরিডার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে রাজ্য ও ফেডারেল সরকারের নীতিগত পার্থক্যকে নতুনভাবে সামনে এনেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের রায় এই বিতর্কের সাংবিধানিক সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।