Web Analytics

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর একদল যুবক নিহতকে ডাকাত আখ্যা দিয়ে বাজারে মিষ্টি বিতরণ করে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে কালিরহাট বাজারে বিএনপির একটি নির্বাচনী বৈঠকে মিজান উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করেন এবং নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে কাজী বাড়ির সামনে ধরে লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা লাঠি, লোহার পাইপ ও নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করে।

কবিরহাট থানার ওসি জানান, মিজান এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।