Web Analytics

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে ২০১৬ সালে নির্মিত প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনটি নির্মাণের পর থেকেই অচল অবস্থায় রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় কোটি টাকায় নির্মিত এ স্থাপনাটি বিদেশ থেকে আমদানি করা পশু ও প্রাণিজ খাদ্য পরীক্ষার জন্য তৈরি করা হলেও গত প্রায় ১০ বছর ধরে এর কোনো কার্যক্রম শুরু হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ও কর্মকর্তারা জানান, স্টেশনটি চালু না থাকায় ৫১টি ল্যাব যন্ত্রপাতি অকেজো হয়ে পড়েছে এবং ভবনটি এখন প্রায় পরিত্যক্ত। ২০০৯ সালে চালু হওয়া বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য কার্যক্রম সীমিত থাকায় কোয়ারেন্টাইন স্টেশনটির প্রয়োজনীয়তা কার্যত হারিয়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, স্টেশনটি চালু হলে বৈধ পশু আমদানি বৃদ্ধি ও রাজস্ব আয় বাড়বে।

বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিন অব্যবহৃত সরকারি স্থাপনা শুধু সম্পদের অপচয়ই নয়, সীমান্তে পশুরোগ সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কূটনৈতিক উদ্যোগ ও বাণিজ্যিক সমন্বয় ছাড়া স্টেশনটি চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।