Web Analytics

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি বিদ্যা অমৃত খান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান, কাজী মিজানুর রহমান, ড. রশিদ আহমেদ হোসাইনী ও সাকিফ আহমেদ সালাম উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সংবাদমাধ্যমকে মাহমুদ হাসান খান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং দেশের পোশাকশিল্পের প্রসারে তার অবদান অনস্বীকার্য। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।