Web Analytics

সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট করা জুতা অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেখে পুলিশ ক্রেতা সেজে বিক্রেতাকে ধরে ফেলে এবং কিছু জুতা উদ্ধার করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ অভিযান চালিয়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো. রাজন (১৯), কাজীটুলা
২. অরুণ মালাকার (৩৫), জানাইয়া, বিশ্বনাথ
৩. সুমন মিয়া রুপন (৩৫), সিদ্দরপাশা, জগন্নাথপুর, সুনামগঞ্জ
৪. মিজান আহমদ (৩০)
৫. মো. আব্দুল মোতালেব (৩৫), সওদাগরটুলা
৬. সাব্বির আহমদ (১৯), গোয়াইটুলা
৭. জুনাইদ আহমদ (১৯), কোম্পানীগঞ্জ
৮. মো. রবিন মিয়া (২০), মিরের ময়দান
৯. মোস্তাকিন আহমদ তুহিন (১৯), শাহী ঈদগাহ
১০. মো. দেলোয়ার হোসেন (৩০), দরগাহ গেইট
১১. মো. রিয়াদ (২৪), শেখঘাট
১২. মো. তুহিন (২৪), বালুচর নতুন বাজার
১৩. আল নাফিউ (১৯), বটেশ্বর বাজার
১৪. সৈয়দ আল আমিন তুষার (২৯), নোয়াখালী
১৫. মো. সোহেল খান (৪২), গোবিন্দ্রশ্রী, বিয়ানীবাজার
১৬. মো. রাকিব (১৯)
১৭. ইমন (১৯), কাজীটুলা

সোমবার রাতে শুরু হওয়া এই অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত বেশ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান ও অনলাইনে নজরদারি অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।