Web Analytics

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অনকোলজিস্ট ডা. মো. রিফাত জিয়া হোসেন নারীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেছেন। ২২ জানুয়ারি ২০২৬ প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, মালেকা বেগমের মতো অনেক নারী লজ্জা, ভয় ও সচেতনতার অভাবে চিকিৎসা নিতে দেরি করেন, ফলে রোগটি নীরবে ভয়াবহ আকার ধারণ করে। জরায়ুমুখের ক্যানসার বাংলাদেশের নারীদের মধ্যে অন্যতম সাধারণ ক্যানসার, যার প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)। এই ভাইরাস সাধারণত অজান্তেই সংক্রমিত হয় এবং প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা যায় না।

নিবন্ধে বলা হয়, বাংলাদেশের সমাজে নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনো নিষিদ্ধের মতো। ফলে অস্বাভাবিক রক্তপাত বা তলপেটের ব্যথার মতো লক্ষণগুলো উপেক্ষিত হয়। বিশেষজ্ঞদের মতে, VIA বা প্যাপ স্মিয়ার পরীক্ষার মাধ্যমে সহজেই ঝুঁকি শনাক্ত করা সম্ভব। সরকারি পর্যায়ে বিনামূল্যে VIA পরীক্ষা চালু থাকলেও অনেক নারী এ বিষয়ে জানেন না। কিশোরী বয়সে HPV টিকা গ্রহণ করলে ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি অনেক কমে।

লেখক মনে করেন, সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানই নারীদের জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।