Web Analytics

দক্ষিণ চিলির নুবলে ও বিয়োবিও অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে নিয়ন্ত্রণহীন আগুন দুই দিন ধরে ঘরবাড়ি, যানবাহন ও অবকাঠামো পুড়িয়ে দিয়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই অঞ্চলগুলোর পেনকো ও লিরকেন শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পেনকোতে, আর লিরকেনে আগুন কয়েক সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়ে।

চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ নুবলে ও বিয়োবিও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রায় ৪ হাজার দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন। জরুরি অবস্থার ফলে সশস্ত্র বাহিনী মোতায়েনের সুযোগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট বোরিচ ক্ষতিগ্রস্ত কনসেপসিওন শহর পরিদর্শন করে অগ্নিনির্বাপণ কার্যক্রম তদারক করেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাতের কারফিউ ঘোষণা করেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ-মধ্য চিলিতে দাবানলের প্রকোপ বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।